• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:০৯
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুণীকে পরিবারে হস্তান্তর

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাটে উদ্ধার হওয়া পথভোলা তরুনীকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া তরুণী ফারজানা আক্তার (২০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের বাবুল মৃধার মেয়ে।
পুলিশ জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিলজংগ এলাকায় ওই তরুণী একাকী ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের তথ্যমতে পুলিশ পিলজংগ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই তরুণীর বাড়ির ঠিকানা বের করে পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তরুণীর পরিবারের লোকজন থানায় এসে তাকে নিয়ে যান।
তরুণীর মা তহুরা বেগম জানান, তার মেয়ে ফারজানা আক্তারের গত ৪বছর আগে বাড়ির পাশে রাব্বি মোল্লা নামে এক ছেলের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের আড়াই বছরের একটি শিশুসন্তান আছে। শিশুটি জন্মের পর থেকে ফারজানা আক্তারের মাথায় সমস্যা দেখা দেয়। এরপর সে পিত্রালয়ে বসবাস করতে থাকে। সে থেকে কাউকে কিছু না জানিয়ে বিভিন্ন দিকে চলে যায়।
ওই তরুণীর সম্পর্কে কাকা মো. হায়দার আলী জানান, ফারজানা আক্তার গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। গত ৪ ডিসেম্বর সে বাড়ি থেকে বের হন। এরপর তাকে বিভিন্ন স্থানে খোজাখুজির পর জানতে পারে ফকিরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করেছে।
হস্তান্তর সময়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ রাসেদুল ইসলাম, এসআই কামরুন্নাহার রোজি, তরুনীর মা তহুরা বেগম ও কাকা মো. হায়দার আলী উপস্থিত ছিলেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার পিলজংগ এলাকা থেকে তরুণীকে উদ্ধার করা হয়। তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com