• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫০
সর্বশেষ :
পাইকগাছায় আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় চারজন ডাক্তার আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড

প্রিয়াঙ্কা লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে আগুন এতটাই ছড়িয়েছে যে, নেভানোর জন্য পর্যাপ্ত পানিরও অভাব হচ্ছে। এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ বেশ কিছু তারকা আছেন। যাদের বাড়িও লেলিহান আগুনে পুড়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স ও ম্যান্ডি মুরেরা। স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে হলিউডের তারকারা সমাজমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করেছেন। আগুন নেভানোর জন্য কাজ করছেন দমকলকর্মীরা। তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া নিজেও এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে নিক জোনাসের সঙ্গে রয়েছেন। হলিউডেও তিনি এখন অতি পরিচিত মুখ। তাই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তার প্রার্থনা, ‘রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি।’ প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এই দাবানল রুখতে যারা প্রথম থেকে লড়াই করছেন। দিন রাত এক করে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ঘরবাড়িসহ সবকিছু পুড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক পুড়ছে নতুন নতুন এলাকা। এরইমধ্যে দাবানলের কারণে সতর্কতা জারি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com