স্পোর্টস: ২০২২ সালে প্রিমিয়ার লিগে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। কিন্তু শুরুটা যেমন সাড়া জাগানো শেষটা তেমনি হতাশায় মোড়া দলটির। ক্রমে পথ হারিয়ে প্রিমিয়ারে ঐ এক মৌসুম খেলেই অবনমিত হয়ে যেতে হয় তাদের। পরের মৌসুমে টিকে থাকতে পারেনি পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগেও। এবার নতুন ম্যানেজম্যান্টের অধীনে ক্লাবটি সিনিয়র ডিভিশন ফুটবল দিয়েই শুরু করতে চায় প্রিমিয়ারে ফেরার লড়াই। নতুন ম্যানেজম্যান্টের পাশাপাশি নতুন কোচ হিসেবে পেয়েছে তারা ঘরোয়া ফুটবলের অভিজ্ঞ কামাল বাবু। তাঁর অধীনে এর মধ্যেই সিনিয়র ডিভিশনের জন্য দল গুছিয়েছে ক্লাবটি। আগামী ঈদ-উল আজহার পর শুরু হতে যাওয়া এ আসরে শিরোপার মিশনে নামছে তারা। ক্লাবটির নতুন সভাপতি সৈয়দ গোলাম রুপস তেমনি সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের। ‘তোমাদের জন্য সর্বোচ্চ মানের ফুডিং-লজিং এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করব আমরা। তোমাদের সেরা মানের চিকিৎসার ব্যবস্থা করা হবে, ক্রীড়া সরঞ্জামও হবে সর্বোচ্চ মানের। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তোমাদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করার। আমাদের লক্ষ্য একটাই ধাপে ধাপে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন হতে হতে প্রিমিয়ারে ফেরা।’- গত বুধবার খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন ক্লাবটির তরুণ সভাপতি রুপস।
https://www.kaabait.com