• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩

প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ব্যাটিংয়ে মুগ্ধ করলেন

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: চৈত্র মাসের কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবন। তবে বিকেএসপিতে সেই গরম উপেক্ষা করে নিজের ব্যাটিং দিয়ে সবাইয়ে মুগ্ধ করেছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পাশাপাশি খেলেন চলতি আসরে নিজের সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে গত বুধবার বিপিএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঐ ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ২০৮ রান করে পারটেক্স। দলটির হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মিজানুর রহমান। প্রাইম ব্যাংকের হয়ে তিন উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। পারটেক্সের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝলক দেখান তামিম। ১০০ বলে পাঁচ চারের সহায়তায় ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। চলতি আসরে এটিই তামিমের সর্বোচ্চ রানের ইনিংস। এই আসরে আট ম্যাচ খেলে ৩৩৪ রান করেছেন তিনি। আসরটিতে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরির দেখা না পেলেও পেয়েছেন চারটি হাফ সেঞ্চুরির দেখা। আরেক ম্যাচে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্সের ব্যাটিং ইনিংস। যেখানে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন পেসার রুয়েল মিয়া। এর আগে চলতি আসরে মোহামেডানের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন গাজী গ্রুপের এই বোলার। এবারের আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার রুয়েল। এ দিকে গাজী টায়ার্সের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দের পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com