• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩০

প্রবল বন্যায় ব্রাজিলে ফুটবল বন্ধের নির্দেশ

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ মে, ২০২৪

স্পোর্টস: প্রবল বন্যায় ভেসে গেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের রাজ্য রিও গ্রান্দে দো সুল। স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। প্রাকৃতিক এই দুযোর্গের কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) ফুটবলের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছেন ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী আন্দ্রে ফুফুকা। স্থানীয় সরকারের প্রকাশিত তথ্যমতে, ভারি বৃষ্টিপাতে গত সপ্তাহে এই রাজ্যে তৈরি হওয়া বন্যায় এখন পর্যন্ত ৮৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৭২ জন, এখনও নিখোজ আছেন ১৩১ জন। এ ছাড়া এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সিবিএফ এরইমধ্যে অবশ্য রিও গ্রান্দে দো সুলের কয়েকটি ম্যাচ স্থগিত করেছে; ম্যাচগুলোয় তাদের প্রতিপক্ষ ছিল গ্রেমিও, ইন্তারনাসিওনাল ও জুভেনতুদে। তবে ফুফুকার মতে, কেবল রিও গ্রান্দের ম্যাচ বাতিল করায় যথেষ্ট নয়। তার বিশ্বাস, এই মুহূর্তে দেশের পুরুষ ও নারী ফুটবলের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখাই সঠিক সিদ্ধান্ত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com