• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩২

প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর শক্তভাবে প্রতিহত করবে সরকার

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়। এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনও ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com