• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০৩

প্রতিটি মানুষ কবিতা লিখুক

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

রেজাউল করিম রোমেল
পৃথিবীর প্রতিটি মানুষ কবিতা লিখুক।
কবিতা লিখুক প্রতিটি নদী, সাগর, মহাসাগর,
গ্রহ,নক্ষত্র, এলিয়েন, জ্বিন জাতি,প্রতিটি মানুষ ও মানুষী।
কবিতা হোক বিশ্বময়।
শিল্প সাহিত্যের চর্চা হোক।
চর্চা হোক সঙ্গীত, নৃত্য, নাটক, চিত্রাঙ্কন।
চর্চা হোক শিল্পের প্রতিটি শাখা প্রশাখা।
কবিতা লেখা হোক মহাবিশ্বের সব কূল সঙ্গে নিয়ে।
কবিতাই আমাদের  মুক্তির একমাত্র পথ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com