• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৩
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

প্রকাশ পেলো ডানডাডানের দ্বিতীয় সিজনের টিজার

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

অ্যানিমেশন সিরিজের প্রতি ঝোঁক ছোট-বড় সবারই রয়েছে। এই সিরিজের গল্পগুলো এমন মজার, হৃদয়গ্রাহী, আবেগি এবং সৃজনশীলতার মাধ্যমে উপস্থাপন করা হয় যে, ছোট-বড় সব বয়সী মানুষ এটি দেখে। এমন অনেক অ্যানিমে আছে যেগুলোর দর্শক জনপ্রিয়তার জন্য পরিচালকদের তৈরি করতে হয়েছে সিক্যুয়েলও। তেমনই একটি অ্যানিমে ‘ডান্ডাডান’। এই সিরিজটির দর্শক জনপ্রিয়তার জন্য এবার মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির সিক্যুয়েল ‘ডান্ডাডান’ সিজন ২। জাপানে ফুগা ইয়ামাশিরোর পরিচালনায় নির্মিত এই সিরিজের প্রথম সিজনের ১২তম এপিসোড শেষ হয়েছে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। সিজন ১-এর ১২তম এপিসোড প্রচারিত হওয়ার পর পরই সিজন ২ মুক্তির ঘোষণা দেন তিনি। সাথে ১ মিনিট ২২ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে ক্রাঞ্চিরোল। প্রথম সিজনটি একটি চমকপ্রদ ক্লিফহ্যাঙ্গারে শেষ হয়েছে এবং নতুন সিজনে জিজি ও ইভিল আইয়ের গল্পের মাধ্যমে সিনেমাটির ধারাবাহিকতা বজায় রাখবে। ডান্ডাডান সিজন ১, সায়েন্স সারুতে ফুগা ইয়ামাশিরোর পরিচালনায় নির্মিত যা ২০২৪ সালের অন্যতম সেরা অ্যানিমে এবং এটি ধারাবাহিকভাবে জনপ্রিয়তার তালিকায় শীর্ষ স্থান লাভ করে। সিরিজটিতে সুন্দর আবেগপূর্ণ গল্প উপস্থাপন করার জন্য আইএমডিবি তে ৯.৭/১০ রেটিং পেয়েছে। এদিকে ডান্ডাডান সিজন ২ মুক্তির ঘোষণায় দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা গেছে। পূর্বের মতো আসন্ন সিক্যুয়েলটিও দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাবে এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com