• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩

পূজা উত্তাল সময়ে শুটিংয়ে

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বিনোদন: অনেক দিন ধরেই ক্যামেরা থেকে দূরে ছিলেন পূজা চেরী। কথা ছিল, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি দিয়ে ফিরবেন তিনি। তার আগেই জানা গেল ১ ও ২ আগস্ট শুটিং করেছেন পূজা। ইফতেখার চৌধুরীর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাঁকে। উত্তরার একটি বাড়িতে হয়েছে শুটিং। ইফতেখার বলেন, ‘পূজাকে জিজ্ঞেস করেছিলাম, শুটিং করতে সমস্যা আছে কি না। ইনডোর শুটিং হওয়ায় রাজি হয়েছে সে। কোনো ঝামেলা ছাড়াই শুটিং করতে পেরেছি। এ মাসেই বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।’ শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগেই। নায়িকা হিসেবে পূজা চেরির পথচলা মোটে চার বছরের। এর মধ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। তার মাঝে কেউ কেউ খুঁজে পান নায়িকা শাবনূরের ছায়া। অভিনয় দক্ষতায় তিনি বারেবারে বুঝিয়ে দেন, তার দৌড় লম্বা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com