• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

পুলিশের সন্তানকে হত্যা মুক্তিপণ ৫০ লাখ না দেয়ায়

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির সামনে থেকে নিখোঁজ ৬ বছরের সন্তানের জন্য ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেছে চিঠির মাধ্যমে। মুক্তিপণের টাকা না দেয়ায় লাশ হতে হলো ভারতীয় পুলিশ সদস্যের ৬ বছরের সেই সন্তানকে। এই ঘটনায় চারজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গত রোববার উত্তরপ্রদেশের মিরাটের ধানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাম পুনীত। তার বাবা গোপাল যাদব। পেশায় একজন পুলিশ সদস্য। উত্তরপ্রদেশের সাহারানপুর থানায় কর্মরত তিনি। প্রতিবেদনে বলা হয়, সকালে বাড়ির সামনে নিজের মতো খেলাধুলো করছিল ছয় বছরের পুনীত। সেখান থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। খেলতে গিয়ে দূরে চলে গিয়েছে ভেবে বাড়ির লোক থেকে শুরু করে প্রতিবেশীরা সকলে এদিক-ওদিক খোঁজ করতে শুরু করলেন। এরপর গ্রামের আখের খেত থেকে উদ্ধার হলো তার লাশ। পুলিশ জানায়, গত রোববার সকাল ৮টা নাগাদ বাড়ির সামনে খেলছিল পুনীত। খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। বহুক্ষণ খোঁজাখুঁজির পর আখের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুনীতের বাবা পুত্রের নিখোঁজ হওয়ার খবর শুনে বাড়িতে ছুটে যান। এরপর স্থানীয় থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আরও জানায়, পুনীত নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর গোপালের বাড়িতে একটি চিঠি আসে। সেই চিঠিতে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে যে ছোট্ট পুনীতের প্রাণরক্ষা করা অসম্ভব সে হুমকিও দেওয়া হয় চিঠিতে। পুনীতকে খুঁজতে পুলিশের সঙ্গে স্থানীয়েরাও তল্লাশি শুরু করে। পরে আখের খেত থেকে উদ্ধার করা হয় পুনীতের দেহ। পুলিশের দাবি, স্থানীয় এক ব্যক্তি পুনীতকে অপহরণ করেছেন বলে সন্দেহ গোপালের। জমি সংক্রান্ত বিবাদের কারণেই পুনীতকে খুন করা হয়েছে বলে গোপালের দাবি। খুনের অভিযোগে দুই নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com