বিদেশ : পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়োচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার নাৎসি বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ জয়ের উপলক্ষে দেওয়া এক ভাষণে এই অভিযোগ করেন তিনি। এ সময় রুশ এই প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাতে পারবে না কেউ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে বিরুদ্ধে অগ্রগতির করেছে রুশ সেনারা। দেশটির এই অগ্রগতিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘অহংকারী’ পশ্চিমারা নাৎসি বাহিনীকে সাবেক সোভিয়েত ইউনিয়ন কীভাবে পরাজিত করেছিল সে কথা ভুলে গেছে এবং তার বিশ্বে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। মে মাসের একটি বিরল তুষারঝড়ের মধ্যেই সারিবদ্ধ সেনাদের পর্যবেক্ষণ করছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এ সময় রেড স্কয়ারের মঞ্চে দাঁড়িয়ে পুতিন বলেন, ‘আমরা জানি এই ধরনের উচ্চাকাক্সক্ষা কি ধরনের ফল বয়ে আনে। বিশ্বব্যাপী সংঘর্ষ রোধে যা যা করা দরকার তার সবকিছু করবে রাশিয়া।’ এসময় তিনি আরও বলেন, ‘একইসঙ্গে আমাদের হুমকি দেওয়ার স্পর্ধা কেউ দেখাতে পারবে না। আমাদের কৌশলগত বাহিনীরা যুদ্ধ করতে সদা প্রস্তুত।’
https://www.kaabait.com