পিরোজপুর প্রতিনিধি: আসন্ন ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে
পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে
১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ছিলো
মনোনায়নপত্র দাখিলের শেষ সময়। পিরোজপুর সদর উপজেলায় সাংবাদিক শফিউল হক
মিঠুসহ ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা
ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নাজিরপুর উপজেলায় ৪ জন
চেয়ারম্যান প্রার্থী ৫ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করেন। ইন্দুরকানী উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী ৪ ভাইস
চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: মিজানুর রহমান জানান,
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সোমবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র
জমা দেয়ার শেষ দিন। এ দিন পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদে ২ জন প্রার্থী মো: শফিউল হক মিঠু ও এস এম বায়জিদ হোসেন মনোনয়ন
পত্র দাখিল করেন।
https://www.kaabait.com