এস এম মনিরুজ্জামান পিরোজপুর প্রতিনিধি: গত ২৩/০৪/২০২৪ ইং তারিখ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের প্রতি বরাদ্দের দিন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর সদলীয় সমার্থক ভিকটিম রাসেল ও রিয়াজুল এর মধ্যে কদমতলা বাজারে মারামারি সংগঠিত হয়। তখন রিয়াজুল এর সাথে তারই অনুসারীরা যুক্ত হয়ে জিআইপাইপ,হাতুড়ি,ও লাঠি দিয়ে সৈয়দ রাসেলের মাথায় জোরে আঘাত করে। এতে সৈয়দ রাসেল নামের ওই যুবক গুরুতর অসুস্থ হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসে, পিরোজপুর সদর হাসপাতালের দায়িত্বটা তো চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি হাসপাতালে রেফার করে। সৈয়দ রাসেল সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১.০০ ঘটিকার সময় মারা যান। পুলিশ রাত বারোটায় সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ও আসামিদের গ্রেফতারের অভিযান শুরু করে। ঘটনার সূত্রে জানা যায় ১৫/০৪/২০২৪ ইং তারিখ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের টাকা দাখিলের দিন সৈয়দ রাসেল ও মিরাজুল এর মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে তাদের দুজনের ভিতরে মারামারি হয়। তারা পুলিশের নিকট অভিযোগ না দিয়ে রাজনৈতিকভাবে মীমাংসার চেষ্টা করে। পূর্বে ২০২২ ইং সালেও তাদের উভয়ের মধ্যে মারামারি হয়। উক্ত ঘটনা রিয়াজুল তার মনের ভিতর ক্ষোভ পুষে রাখে। তারই ধারাবাহিকতায় গত ২৩/০৪/২০২৪ ইং তারিখ অনুমান সকাল ১১ ঘটিকার সময় কদমতলা ব্রিজের ঢালে উক্ত রাসেলকে পেয়ে তার মাথায় গাছের চ্যারা,জিআইপাইপ, বেসো জোরে আঘাত করে এবং অন্য আসামীরা ও সঙ্ঘবদ্ধভাবে আঘাত করে। সেখানে সৈয়দ রাসেল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে পিরোজপুর সদর হাসপাতালে পরে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২৩/০৪/২০২৪ ইং তারিখ ১১.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম পিপিএম এর নির্দেশে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব আসিকুজ্জামান পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রিয়াজুল (২০)পিতাঃ গাংগুয়া গ্রাম কদমতলা ও মিরাজুল (২০) পিতাঃ আল আমিন গ্রাম কদমতলা দুজনকে ঢাকার শ্যামলী থেকে আজ ২৪/০৪/২০২৪ ইং তারিখ সকাল ১০.০০ গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় সৈয়দ রাসুলের বোন সদর থানায় মামলা দায়ের করে। জার নম্বরঃ ২৫তারিখঃ ২৩/৪/২০১৪ধারাঃ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/
https://www.kaabait.com