রিপন মাহমুদ, পিরোজপুর: পিরোজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঘরবাড়ি
মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা
বিভাগ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্ত
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তহওয়া
পরিবারের মাঝেএ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন
পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্বে শ.ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন। এ
সময় ৩৮ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩৮ বান ঢেউটিন এবং প্রতিজনকে ৩
হাজার টাকা করে মোট ১ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
https://www.kaabait.com