পিরোজপুর প্রতিনিধি: ‘স্মার্ট লিগাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয়
আইনগত সহায়তা দিবসে পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটির সাথে র্যালিতে
অংশগ্রহন ছাড়াও নানা কর্মসূচি পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক।
রোববার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে যোগ দেয়
সংস্থাটি। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা
জজ মোঃ রাফিজুল ইসলাম এর পরিচালনায় সার্কিট হাউস চত্ত¡র থেকে র্যালিটি বের
হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে এক
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলমাম এবং অতিরিক্ত পুলিশ
সুপার মোস্তাফিজুর রহমান সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে দিবসটি উপলক্ষে সামাজিক ক্ষমতায়ন ও
আইনি সুরক্ষা কর্মসূচি’র আওতায় ব্র্যাক অফিসে আলোচনা ও কুইজ
প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ব্র্যাক এর জোনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে, জেলা
ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেপুটি ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, ব্র্যাক
এর জেলা সমন্বয়কারী হাসিবুল ইসলাম এবং জেন্ডার জাস্টিস এন্ট ডাইভরসিটি
উর্মি ভাদুড়ী প্রমুখ।
https://www.kaabait.com