• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৪

পিচের মাটি খেলেন রোহিত

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০২৪

স্পোর্টস: পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। ২০০৭ সালে প্রথম আসরের শিরোপা জিতেছিল দেশটি। ১৭ বছর পর আবার শিরোপা নিজেদের দখলে নিলো ভারত। দীর্ঘ সময় পর শিরোপা জেতায় আনন্দটাও হয়েছে মাত্রা ছাড়ানো। শিরোপা উদযাপনের সময় বার্বাডোজের পিচের মাটি মুখে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। উদযাপনের ফাঁকে পিচের কাছে গিয়ে শান্তভাবে বসেন রোহিত। পরম মমতায় পিচটাতে একটু হাত বোলান ভারতের অধিনায়ক। এরপর পিচ থেকে খানিকটা মাটি মুখে পুরেছেন রোহিত। ভারতীয় অধিনায়কের এমন উদযাপনের ভিডিও আপ্লোড করা হয়েছে আইসিসির অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ের অনুভ‚তি জানিয়ে রোহিত বলেন, ‘আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com