সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ আউটসোর্সিং ভিত্তিক জনবল নিয়োগে পঞ্চগড়ের প্রার্থীদের সুযোগ না দিয়ে অবৈধ উপায়ে অন্য জেলার প্রার্থীদের নিয়োগের প্রতিবাদে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী পঞ্চগড় আশুতোষ বর্মন এর বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৯মে) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সামনে পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে পঞ্চগড়ের সাধারন মানুষ।
এসময় মানববন্ধনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা ছাত্রলীগীগের সহ-সভাপতি মো: সোহাগ, শ্রমিকলীগ নেতা লোকমান হোসেন বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন এই অবৈধ নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।