• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:১৮
সর্বশেষ :
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ পুলিশের আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু রাজধানীর মাতুয়াইলেসাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড বিপুলসংখ্যক অবৈধ বিদেশী নাগরিক বাংলাদেশ ছেড়েছে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি-কাজী শিপন ইঁদুর মারতে নিজের পাতা বৈদ্যুতিক  ফাঁদে প্রাণ গেল কৃষকের মণিপুর শান্তিচুক্তির পরও উত্তপ্ত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলা ইতালিয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবি, ৪০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ ভারত বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে

পানির হিসাব অবশ্যই বুঝে নেব: সাফা কবির

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বিনোদন: টানা ভারি বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ল²ীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার। তবে সবচেয়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফেনী জেলায়। এই জেলার তিনটি উপজেলায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগ। বর্তমানে এসব এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে তৈরি হয়েছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। বন্যায় দুর্গতদের উদ্ধারে এরইমধ্যে এগিয়ে এসেছে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ারসার্ভিসসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষসহ শোভিজ অঙ্গন। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যাদুর্গত এসব মানুষগুলোর পাশে দাড়াঁনোর আহŸান জানিয়েছেন অভিনেত্রী সাফা কবির। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহŸান জানান। পোস্টে সাফা কবির লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গন্ডায় আদায় করা হবে শুধু এই মুহূর্তে দরকার মানুষ গুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে। সাফার বলেন, চলেন আরেকবার, সাড়া দেই দেশের ছাত্র-জনতা বুদ্ধিজীবী উপদেষ্টা নাগরিক সমাজ শিক্ষিত সমাজ আর সকল সাধারণ মানুষ, আমরা যুদ্ধ করতে জানি হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সকল ধরনের সহযোগিতা তৈরি করে ঝাপিয়ে পড়ি যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।’ শেষে এ অভিনেত্রী লিখেছেন, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ-সংক্রান্ত সেবা নেওয়া যাবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com