• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১

পাকিস্তান শাহিনসের দল ঘোষণা বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

স্পোর্টস: লাল বলের লড়াই শেষ, এবার সাদা বলের লড়াই। পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান ‘এ’ দল বা পাকিস্তান শাহীনসের বিপক্ষে খেলবে তিনটি একদিনের ম্যাচ। আর সেই ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে নিজেদের শক্তিমত্তা অনুযায়ী শাহীনসের এই শক্তিকে গুড়িয়ে দেওয়ার আশা বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়ের। পাকিস্তান শাহীনসের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। ডারউইনে টপ এÐ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ১২ ক্রিকেটারই আছেন হারিসের নেতৃত্বাধীন এই দলে। আছেন সদ্য সমাপ্ত লাল বলের দুই ম্যাচের সিরিজের দলে থাকা খেলোয়াড়ও। হারিস ছাড়াও দলের অন্যান্য সদস্যরা হলেন-আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাজ, আযান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবউল্লাহ, জাহানদাদ খান, মেহরান মুমতাজ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসিদ খান, ওমাইর বিন ইউসুফ ও উসমান খান। বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় বলেন, ‘বাংলাদেশকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ভালো পারফরম্যান্সের জন্য দলকে অনুপ্রাণিত করতে চাই। আমাদের বেশিরভাগ ক্রিকেটারই অভিজ্ঞ, গত দুই সপ্তাহে ভালো অনুশীলনও করেছে। পাকিস্তান আমাদের ছেড়ে কথা বলবে না, খেলা তাদের মাঠে। তবে দ্বিতীয় চারদিনের ম্যাচে যেভাবে দাপট নিয়ে খেলেছি, আমরা আবারো তা করে দেখাতে চাই।’ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের বাকি সদস্যরা হলেন-এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। আগামী ২৬, ২৮ ও ৩০ আগস্ট পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার এই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com