• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩১
সর্বশেষ :
একমাত্র সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আবারও ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোজ্যতেল নিয়ে দেশে তেলেসমতি চলছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের শঙ্কা পাইকগাছায় আম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় চারজন ডাক্তার আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ

পাকিস্তান প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দুটি টেস্টই জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে বড় রান করেও শেষ রক্ষা পায়নি। কেপ টাউনে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনের ২৫৯ রানের সুবাদে ৬১৫ রানের পাহাড় জমা করে প্রোটিয়ারা। রিকেলটনের ইনিংসে ছিলো ২৯ টি চার ও ৩ টি ছক্কা। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ১০৬ রান। কাইল ভেরেনে খেলেন ১০০ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে ৩ টি করে উইকেট পান সালমান আঘা এবং মোহাম্মদ আব্বাস। ২ টি করে উইকেট শিকার করেন মীর হামজা এবং খুররাম শাহজাদ। এদিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন বাবর আজম। ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টি উইকেট নেন কাগিসো রাবাদা, ২ টি করে উইকেট নেন কিওয়েনা মাফাকা এবং কেশব মহারাজ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শান মাসুদের ১৪৫ এবং বাবর আজমের ৮১ রানে দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান করে পাকিস্তান। সালমান আঘা করেন ৪৮ এবং মোহাম্মদ রিজওয়ান করেন ৪১ রান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাদা, ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন, ৩ উইকেট নেন কেশভ মাহারাজ, ১ উইকেট নেন কিউয়েনা মাফাকা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৮ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। যা ডেভিড বেডিংহ্যাম ৩০ বলে ৪৭ এবং এইডেন মারক্রাম ১৩ বলে ১৪ রান করে পাড়ি দেন মাত্র ৭.১ ওভারে। ম্যাচ সেরা হন রিকেলটন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com