বিদেশ : পাকিস্তানের ৫ দশমিক ৪ মাত্রার ভুমিকম্প অনুভুত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬ মিনিটে দেশটির খাইবার পাখতুনখোয়ায় এ ভুমিকম্প অনুভুত হয়। কেঁপে ওঠে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরও। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভ‚মিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভ‚পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। ডন নিউজ জানিয়েছে, মর্দান, মালাকান্দ, হাঙ্গু, বুনার, শাংলা, দির এবং চারসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে কম্পন অনুভ‚ত হয়েছে। এদিকে, ভ‚মিকম্পের পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় এক হাজারের বেশি উদ্ধারকর্মীকে উচ্চ সতর্কাতায় রাখা হয়েছে। তবে কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত কোনো জরুরি খবর আসেনি।
https://www.kaabait.com