• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:০৪
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

পাওলি দাম এবার নেত্রীরূপে

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বিনোদন: পর্দায় বরাবরই গø্যামারাস লুকে ধরা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তবে এবার তিনি নারী নেত্রী হয়েই আসছেন ক্যামেরার সামনে। আসন্ন রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জুলি’তে মূল ভ‚মিকায় অভিনয় করতে যাচ্ছেন পাওলি। এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন পরিচালক অরিত্র সেন। সিরিজটির নাম রেখেছেন ‘জুলি’। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গল্পকে সাজিয়েছেন অরিত্র। সিরিজে মূল ভ‚মিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এই সিরিজে তাঁর চরিত্রটি একজন রাজনীতিকের, যার নাম জুলি। সিরিজটি সম্পর্কে অরিত্র বলেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা একজন নারীর লড়াইয়ের গল্প। জুলি কিভাবে প্রতিক‚ল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনীতিবিদ হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’ গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। সামনেই ভারতের লোকসভা ভোট। ভোটের বাজারকে মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলারের পরিকল্পনা? অরিত্র বললেন, ‘একদম নয়। প্রথমত, পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘদিন ধরেই একটা কাজের ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসেবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত।’ মূল ভ‚মিকায় পাওলি দামের পাশাপাশি সিরিজটিতে একজন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। অন্যদিকে পাওলির বিপরীতে একজন তরুণ রাজনীতিবিদের চরিত্রে থাকছেন শ্রুতি দাস। আগামী বুধবার থেকে কলকাতা শহরে শুরু হবে সিরিজের শুটিং। সিরিজটি আড্ডা টাইমসে মুক্তি পাবে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com