পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করেছেন ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌর বাজারের ব্যবসায়ী সহ আগত তৃষ্ণার্ত সাধারণ মানুষের জন্য শীতল শরবত পানি পান করার ব্যবস্থা করেছেন। ব্যবস্থা হিসেবে তিনি পৌর বাজারের প্রাণকেন্দ্র কপোতাক্ষ মার্কেটের সামনে শরবত পানির ড্রাম স্থাপন করেছেন। এখান থেকে প্রতিদিন তৃষ্ণার্ত যে কোন মানুষ শরবত পানি পান করতে পারবেন। শনিবার দুপুরে শরবত পানির ড্রাম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির পরিচালক অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মুনছুর মোড়ল, মোঃ আব্দুল আজিজ, আলাউদ্দীন রাজা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, আশরাফুল ইসলাম রাবু, শাহরিয়ার, রিমন হোসেন, মাওঃ তমজিদ আলম, সুদেব দাশ ও মাসুম বিল্লাহ।