পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় যৌতুক লোভী স্বামীর অমানবিক নির্যাতন সইতে না পেরে সেচ্ছায় নোটারী পাবলিকের মাধ্যমে স্বামীর সংসার ত্যাগ করলেন গৃহ বধু প্রিয়াংকা রায়।জানা গেছে,খুলনার ডুমুরিয়া উপজেলার আকড়া গ্রামের নারায়ন চন্দ্র রায়ের কণ্যা প্রিয়াংকার সাথে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ধলাই গ্রামের বিপুল রায়ের ছেলে তাপস রায়ের সাথে গত ইং ২৯/১২/২০০৮ সালে পারিবারিক ভাবে বিবাহ হয়।বিবাহের পর থেকে প্রিয়াংকার স্বামী যৌতুক লোভী তাপস রায় বিভিন্ন সময় প্রিয়াংকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো। প্রিয়াংকা বলেন, সর্বশেষ গত ০৯/০৮/২০২৩ ইং তারিখে মারপিট করে আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।এমতবস্থায় আমি বাধ্য হয়ে আমার বাপের বাড়ি চলে আসি।
এর মধ্যে আমার স্বামী আমার ও আমার সন্তানের কোন খোঁজ খবর না নিলে আমি উপায়ন্তর না পেয়ে ০৮ নং নোটারি পাবলিকের মাধ্যমে তাং ২৪/০১/২০২৪ ইং আমার স্বামীকে সেচ্ছায় ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ২৪/০১/২০২৪ ইং তারিখের পর থেকে আমাদের মধ্যে আর কোন প্রকার সম্পর্ক নেই।