পাইকগাছা( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সরকারী খাস খাল উপর অবৈধভাবে দখল করে ঘনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম তৈরি করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রবীন কুমার মন্ডলের বিরুদ্ধে পোল্ট্রি ঘর তৈরি করলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ করেছে এলাকাবাসী ।
অভিযোগে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিবেরবাটী এলাকার মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রবীন কুমার মন্ডল পৌর সভার সরল মৌজার মধ্যে সরকারি খাস খালের মধ্যে সিমেন্টের পিলার ও বাঁশের খুটি দিয়ে পোল্ট্রি ফার্ম তৈরি করিতেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট সহ এলাকা বাসীর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণ সাক্ষরিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিষ্ণু পদ বিশ্বাসকে অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে রবীন মন্ডল বলেন আমার পিতার নামে সরকারি বন্দোবস্ত প্রাপ্ত হয়ে ভোগ দখলে আছি। আমি সেখানে পোল্ট্রি ফার্মঘর তৈরির কাজ করতেছি। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ কারীদের মধ্যে আতিয়ার রহমান বলেন,রবীনদের বন্দোবস্ত কৃত জমি অন্য লোকের কাছে হস্তান্তর করে দিয়েছে। এখন সরকারি খাস খাল আবারো জবরদখলের পায়তারা করছে।জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম করলে পরিবেশ দুশিত হবে।উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিষ্ণু পদ বিশ্বাস বলেন,অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যায় এবং দেখি খালের মধ্যে বড় ঘর তৈরি করছে।আমি কাজ বন্ধ করে দিয়ে এসেছি। এটা সরকারী খাল কিনা আমি জানিনা।আমি ওদের কাগজ পত্র নিয়ে অফিসে আসতে বলেছি কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।