পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল প্রজন্ম সমৃদ্ধ আগামী প্রতিপাদ্য বিষয়ের উপর রোববার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। ভাষা ও সাহিত্য, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ ও প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ৩টি গ্রæপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। বিচারক প্যানেলে ছিলেন, অধ্যক্ষ রাজিব বাছাড়, সহকারী অধ্যাপক অমর কৃষ্ণ বাওয়ালী, প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ বৈরাগী, প্রভাষক হাবিবুর রহমান ও শিক্ষক আমির আলী সরদার।