• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৮

পাইকগাছায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
oppo_2

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সক্ষমতা বৃদ্ধি, অভিযোজন ও উন্নয়নের মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। প্রকল্প সমন্নয়কারী জাসেফ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, সহকারী অধ্যাপক জামাল উদ্দীন, প্রভাষক স্বপন ঘোষ, মাহফুজা সুলতানা, প্রকল্প সমন্নয়কারী সুনন্দা ভদ্র, প্রকল্পের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রনময় কান্তি দাশ, ইমরুল ইসলাম, বিশ্বজিৎ রায় ও সাহেব রেজাক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com