পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় লক্ষ্মী রানী মন্ডল (৬১) নামে এক মহিলা গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। সে লতা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের নারায়ন মন্ডলের স্ত্রী। রবিবার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধু লক্ষ্মী রানী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
অপরদিকে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করেছে। মৃতের বড় ছেলে যুগোল চন্দ্র মন্ডল জানান, আমার মা অসুস্থ ছিলো। বিভিন্ন সময়
আমার মা আত্মহত্যার চেষ্টা করে আসছিল। আমি ও আমার স্ত্রী গত রাতে আত্মীয়
বাড়িতে থাকায় এ ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান
জানান, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।
https://www.kaabait.com