• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:৪০
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

পাইকগাছার ১০ হাজার কৃষকের মাঝে নারিকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ জুন, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার প্রায় ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কৃষি অফিস চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে চারা বীজ ও সার বিতরণ করেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষকের প্রত্যেককে ৫টি করে মোট ২৫ হাজার দেশীয় প্রজাতির নারিকেলের চারা ও ৪ হাজার ২২৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, যুবলীগনেতা সুকুমার ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, রাজিকুজ্জামান সুমন, রিপন রায়, ময়নুল হোসেন বাবু ও রাকিব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com