• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭

পরীমণি ছেলের জন্মদিনে দোয়া চাইলেন

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি যেখানেই যান ছেলে পুণ্য তার সঙ্গেই থাকে। দুবছর আগের এই দিনে পরীমণি ও শরিফুল রাজের ঘরে আলো হয়ে ধরা দেয় তাদের একমাত্র সন্তান। তবে তাদের সংসার খুব বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পৃথিবীতে আসে পুণ্য। জন্মের পর তার নাম ছিল রাজ্য; পরে অবশ্য পুণ্য নামেই ডাকেন অভিনেত্রী। পরীর ঘরে পুণ্য এখন একা নয়। তার খেলার সঙ্গী হয়েছে আরেকজন। কয়েকমাস আগে একটি কন্যাসন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। পুত্র আর কন্যাকে নিয়ে দারুণ কাটছে পরীর সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে। গতকাল শনিবার তাদের রাজ্য ওরফে পুণ্যের জন্মদিন। ছেলের জন্মদিনে অনেকটাই আবেগী হয়ে পড়লেন পরী। গত শুক্রবার মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেন। বাঘের অবয়বে একটি থিম কেকের ওপর লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরী। ভিডিওটির ক্যাপশনে পরী লিখলেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছেৃকিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে, দোয়া করবেন।’ প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com