• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৪

পপ তারকা নিক জোনাস গুরুতর অসুস্থ

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ মে, ২০২৪

বিনোদন: খ্যাতিমান পপ তারকা ও বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস গুরুতর অসুস্থ। জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এ খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান আমেরিকান এ পপ তারকা। পাশাপাশি তার আসন্ন সব শো বাতিল করারও ঘোষণা দিয়েছে। এ কারণে ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন নিক। মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল নিক জোনাসের। কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত। ইনস্টাগ্রাম অসুস্থ হওয়ার খবর জানিয়ে নিক লেখেন, ‘খবরটা মোটেই খুশির নয়। কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না। গলায় ব্যথা। যতদিন এগোচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ¦র আছে, গায়ে ব্যথা। চিকিৎসক বলেছেন কিছু দিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরব। তবে মন খারাপ লাগছে এভাবে শো বাতিল করার জন্য। আশা করছি আপনাদের পাশে পাব।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com