সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড় প্রেস ক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি পূর্নগঠন করা হয়েছে। পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটিতে নাগরিক টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি সাইদুজ্জামান রেজা সভাপতি, দৈনিক নবচেতনার প্রতিনিধি ইনসান সাগরেদ সাধারন সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের উপদেষ্টা করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি করা হয়।
বুধবার (২১ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে ডাকা এক সাধারন সভায়, সবার সম্মতিক্রমে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন-আগের কমিটির সিনিয়র সহ-সভাপিত এ রহমান মুকুল, সহ-সভাপতি সামসুদ্দীন চৌধুরী কালাম, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সাবেক সভাপতি শফিকুল আলম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,
জেষ্ঠ্য সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।
এ সময় প্রেস ক্লাবের সভাপতি সাইদুজ্জামান রেজা বলেন,নবীন প্রবীন সকলে মিলেমিশে থাকতে চাই।এই প্রেস ক্লাব জেলায় কর্মরত সব সংবাদকর্মী ভাইদের। কারো ব্যাক্তিগত সম্পত্তি না।