• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪১

পঞ্চগড়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ জুন, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় লাভলু মিয়া (২৯) নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। রোববার (০২ মে) দিবাগত রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়।সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।লাভলু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার খলিলুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়,পঞ্চগড়ের সদর উপজেলার পত্রিকা এজেন্ট আসিফুজ্জামান আসিফ তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দেন। পরে মুঠোফোনে মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করে এক ব্যক্তি।এরপর বোদা পৌরসভার নগরকুমারী এলাকায় গত ২১ মে (মঙ্গলবার) মোটরসাইকেল কেনার কথা বলে আসিফকে আসতে বলেন ওই ব্যক্তি। মোটরসাইকেল দেখার এক পর্যায়ে গাড়িটি চালিয়ে দেখার কথা বলে নিয়ে পালিয়ে যান তিনি। এক পর্যায়ে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বন্ধ পাওয়া যায়। পরে এঘটনায় গত ২৩মে আসিফ বাদী হয়ে বোদা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পরে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে চুরির ঘটনার ১২ দিনের মধ্যে চোরের অবস্থান শনাক্ত হয়। পরে রোববার দিবাগত রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ চেংমারী এলাকার নিজ বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি সহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,এই চোর আন্তজেলা যানবাহন চুরি চক্রের সাথে জড়িত বলে আমাদের কাছে স্বীকার করেছে।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com