• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭

পঞ্চগড়ে তিন উপজেলা পরিষদে নির্বাচিত যারা

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ে তিনটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ মে) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।রাতে স্ব-স্ব উপজেলার নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসাররা এ ফলাফল ঘোষণা করেন।
পঞ্চগড় সদর উপজেলায় এ এস মো. শাহনেওয়াজ প্রধান ঘোড়া প্রতীকে ৩১ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে মো.আমিরুল ইসলাম ভোট পেয়েছেন ১৫ হাজার ৩৮৭ টি।
আটোয়ারী উপজেলায় অ্যাড.আনিছুর রহমান ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৭৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ টি।
তেঁতুলিয়া উপজেলায় মো.নিজাম উদ্দিন খাঁন মোটরসাইকেল প্রতীকে ৩৬ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তারুল হক মুকু ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১১ হাজার ৮৬৫ টি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com