প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ৬:১৬ এ.এম
পঞ্চগড়ে জনশুমারির রিপোর্ট প্রকাশ, জনসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার, ৮৪৩ জন, বেকার ৩৫ শতাংশ
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ে মোট জনসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৮৪৩ জন।তার মধ্যে ৩৫ শতাংশ বেকার।শুমারিকালে যারা ১৫ বছর থেকে ২৪ বছর পর্যন্ত কোথায় অধ্যায়নরত ও কর্মে নিয়োজিত ছিলনা এবং কোন বৃত্তিমুলক প্রশিক্ষণ গ্রহণ করেনি তারাই কেবল নিট জনসংখ্যা হিসেবে পরিচিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,এ তথ্য উপস্থাপনা করেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সদর দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা আসাকুর আলম প্রধান।
জেলায় মোট জনসংখ্যার
পুরুষ ৪৯ দশমিক ৯২ এবং নারী ৫০ দশমিক ৮ শতাংশ।প্রতি বর্গ কিলোমিটারে ৭৮৯ জনের বসবাস,স্বাক্ষরতার হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ,বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ৯৮ দশমিক ৯৭ শতাংশ,জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধি হার ১ দশমিক ৫৮ যা ১৯৯১ সালে ছিল ২ দশমিক ১০ শতাংশ। কর্মের ক্ষেত্রে কৃষি কাজে ৫৮ দশমিক ২০,সেবায় ৩৬ দশমিক ৩৭ ও শিল্পে ৫ দশমিক ৪৩ শতাংশ।শিক্ষা ক্ষেত্রে ৫ বছরের উপরে সাধারনে ৯২ দশমিক ২৩, ধর্মীয় শিক্ষায় ৬ দশমিক ১৩ ও কারিগরিতে শূন্য দশমিক ৫৮ শতাংশ।
জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন ও পরিসংখ্যানের আয়োজনে,জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম,পরিসংখ্যানের উপপরিচালক আবু সালেহ মো. গোলাম রব্বানী,বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
এর আগে ২০২২ সালের জুন মাসে জনশুমারি ও গৃহগণনা করা হয়।
zahidit.com