• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২

পঞ্চগড়ে ঘুষ গ্রহণের অভিযোগে স্ট্যান্ড রিলিজ ফরেস্ট অফিসার 

প্রতিনিধি: / ৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন মামলা পরিচালক,বন আদালত পঞ্চগড়ের মধুসুধন বর্মনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।রোববার (৯ জুন)দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারি বন সংরক্ষক মোছা.নুরুন্নাহার।
বৃহস্পতিবার (৬ জুন) দিনাজপুর সামাজিক বন বিভাগের,বন কর্মকর্তা মো.রফিকুজ্জামান শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেন।আদেশ পাওয়ার সাথে সাথে ফরেস্টার ও বন মামলা পরিচালক হরিপদ দেবনাথকে চার্জ বুঝে দিয়ে, বন মামলা পরিচালক, ঠাকুরগাঁও বন আদালতের চার্জ বুঝে নিয়ে, কপি বন বিভাগ দিনাজপুর দপ্তরে পাঠানো বলা হয়।
এর আগে গত ৪ জুন দৈনিক সকালের সময়. সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগিদের কাছ থেকে কাগজপত্র ঠিক করার নামে জনপ্রতি দুই হাজার করে প্রায় লক্ষাধিক টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।
সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারি বন সংরক্ষক মোছা.নুরুন্নাহার জানান, পঞ্চগড়ের ওই কর্মকর্তা কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com