• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০২

পঞ্চগড়ে কোটা বিরোধী বিক্ষোভে পুলিশের বাঁধা, আটক ৪

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ কোটা বিরোধী সাধারন শিক্ষার্থীদের হত্যা,নির্যাতন ও হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুলাই)দুপুর ১২ টায় সাধারন শিক্ষার্থীদের জেলা সমন্বয়ক ফজলে রাব্বীর নেতৃত্বে সদর হাসপাতাল চত্তর থেকে মিছিলটি বের হয়।মিছিলটি মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় গেলে,আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ বাঁধা দেয়।পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশ শুরু হওয়ার আগে দুজন পরে দুইজনসহ চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।তবে সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান,শিক্ষার্থীদের আটক করা হয়নি।জিজ্ঞাসাবাদে কোন নাশকতায় সংশ্লিষ্টতা না পেলে ছেড়ে দেওয়া হবে।
সমাবেশে জেলা সমন্বয়ক ফজলে রাব্বী বলেন,আমরা কেউ কোন রাজনৈতিক দলের না ছাত্ররা সবাই ভাই ভাই,সাধারন শিক্ষার্থী।দেশের জন্য জাতির জন্য ছাত্ররা বহুবার রক্ত দিয়েছে।প্রশাসনের ভাইদের বলবো ছাত্ররা কোন অপরাধ করে নাই,যে তাদেরকে হত্যা,আটক, নির্যাতন করা হচ্ছে।আগামীতে সকল কর্মসূচি অব্যাহত রাখবে এ শিক্ষার্থী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com