স্পোর্টস: উয়েফা নেশন্স লিগে ফ্রান্সকে পাত্তাই দেয়নি ইতালি। মাত্র ১৩ সেকেন্ডে গোল হজম করেও দারুনভাবে ম্যাচে ফিরে এসে শুক্রবার ফ্রান্সকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আজ্জুরিরা। দিনের অপর ম্যাচগুলোতে বেলজিয়াম ইসরায়েলকে পরাজিত করলেও তুরষ্কের সাথে ড্র করেছে ওয়েলস। প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ফ্রান্স। কোন ফরাসি খেলোয়াড়ের এটাই আন্তর্জাতিক কোন ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড। কিন্তু দুর্দান্ত এই শুরুটা ধরে রাখতে পারেনি ফরাসিরা। ফেডেরিকো ডিমারকোর ৩০ মিনিটের গোলে ইতালি সমতায় ফিরে। এরপর দ্বিতীয়ার্ধে ডেভিড ফ্রাত্তেসি ও গিয়াকোমো রাসপাডোরির গোলে লুসিয়ানো স্পালেত্তির দলের জয় নিশ্চিত হয়। ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপে হতাশ করার পর এই ফলাফল নি:সন্দেহে ইতালিকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ১৬ থেকে বিদায় নেবার পর ইউরোতে ইতালির শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হয়। ইতালিয়ান কোচ স্পালেত্তি বলেছেন, ‘ইতালিয়ানরা ফুটবল ভালবাসে। স¤প্রতী তারা খুব কষ্ট পেয়েছে। কিন্তু আজকের ম্যাচের পর তাদের সেই হতাশা কাটবে বলে আমি আশাবাদী। ভাল পারফরমেন্সের মাধ্যমে আমরা সবাই বেশ স্বস্তিবোধ করছি। ব্যক্তিগত ভাবে আমি দারুন খুশী। এখন আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে হবে। কারণ সবাই দেখেছে এই দলটির মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে।’ বিপরীতে ফ্রান্স তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। পুরো ম্যাচেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। সদ্য সমাপ্ত ইউরোতেও ফ্রান্স সমর্থকদের একেবারেই সন্তুষ্ট করতে পারেনি। সেমিফাইনালে খেললেও দলের কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। কাল ম্যাচ শেষে এই বিষয়টি স্বীকার করে কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, ‘এই ধরনের পারফরমেন্স আমাদের সবাইকে হতাশ করেছে।’ লন্ডনের জন্ম নেয়া বায়ার্ন মিউনিখের রাইট-উইঙ্গার মাইকেল ওলিসকে কাল দেশ্যম প্রথমবারের মত মূল দলে সুযোগ দিয়েছিলেন। কিন্তু ম্যাচের শুরুতেই দ্রæত এক গোল করে সকল দৃষ্টি আকর্ষণ করে নেন বারকোলা। পিএসজির এই উইঙ্গার ইটালিয়ান ডিফেন্ডার গিওভান্নি ডি লোরেঞ্জোর কাছ থেকে বল কেড়ে নিয়ে মাত্র ১৩ সেকেন্ডে ফ্রান্সকে এগিয়ে দেন। এর আগে ১৯৭৮ সালের বিশ^কাপে ইতালির বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ৩৮ সেকেন্ডের মধ্যে বার্নার্ড ল্যাকোম্বে গোল করে ফ্রান্সের দ্রæততম গোলের রেকর্ড ধরে রেখেছিলেন। এরপরপরই ফ্রাত্তেসির একটি শট বারে লেগে ফেরতে আসে। ৩০ মিনিটে অবশ্য ডিমরাকো আর কোন ভুল করেননি। সান্দ্রো টোনালির এ্যাসিস্টে দুর্দান্ত এক শটে ইতালিকে সমতায় ফেরান ডিমারকো। দ্বিতীয়ার্ধের শুরুতে মাতেও রেটেগুইয়ের ক্রস থেকে ফ্রাত্তেসি আজ্জুরিদের এগিয়ে দেন। ৭৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন বদলী খেলোয়াড় রাসপাডোরি।জয় দিয়ে নেশন্স লিগ শুরু করে ইতালি গ্রæপ-এ২’তে বেলজিয়ামের সাথে শীর্ষে রয়েছে। শুক্রবার দিনের আরেক ম্যাচে কেভিন ডি ব্রæইনার জোড়া গোলে ইসরায়েলকে ৩-১ গোলে পরাজিত করেছে বেলজিয়াম। দুই অর্ধে ডি ব্রæইনার দুই গোলের মাঝে ইউরি টিয়েলেমানসের গোলে বেলজিয়ামের বড় নিশ্চিত হয়। ২১ মিনিটে জেরেমি ডকুর এ্যাসিস্টে ডি ব্রæইনা বেলজিয়ামকে এগিয়ে দেন। ৫২ মিনিটে ডি ব্রæইনার দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে। ৩৬ মিনিটে টিমোথি কাস্তাগনের আত্মঘাতি গোলে ইসরায়েল সমতায় ফিরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর সাথে সাথে টিয়েলেমানস বেলজিয়ামকে আবারো এগিয়ে দেন। আগামী সোমবার মধ্য প্রাচ্যের নিরাপত্তা বিবেচনায় বুদাপেস্টে ইসারায়েলের মোকাবেলা করবে ইতালি, অন্যদিকে লিঁওতে বেলজিয়ামকে আতিথ্য দিবে ফ্রান্স। দ্বিতীয় টায়ারের লিগ-বি’র গ্রæপ-৪’র ম্যাচে কার্ডিফে তুরষ্কের সাথে গোলশুন্য ড্র করেছে স্বাগতিক ওয়েলস। ৬২ মিনিটে স্ট্রাইকার বারিস ইয়েলমাজ দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ত্যাগে বাধ্য হলে বাকি সময়টা তুরষ্ককে ১০ জন নিয়ে ওয়েলসতে সামলাতে হয়েছে। ওয়েলসের নতুন কোচ ক্রেইগ বেলামি বলেছেন, ‘এক ম্যাচ পরেই আমি মাস্টার হয়ে যাবো না। তবে সব মিলিয়ে আমি ম্যাচটি উপভোগ করেছি। প্রথম ম্যাচেই ভাল একটি দলের বিরুদ্ধে খেলাও সৌভাগ্যের বিষয়। আমি সত্যিই দারুন খুশী।’ আগামী মঙ্গলবার ওয়েলস পরবর্তী ম্যাচে মন্টেনেগ্রোর মোকাবেলা করবে। শুক্রবার আইসল্যান্ডের কাছে ২-০ গোলের হার দিয়ে নেশন্স লিগ শুরু করেছে মন্টেনেগ্রো। গ্রæপ-বি৩’র ম্যাচে কাজাকাস্তানের সাথে গোলশুণ্য ড্র করেছে আর্লিং হালান্ডের নরওয়ে। একই গ্রæপে ¯েøাভেনিয়া ১-১ গোলে ড্র করেছে অস্ট্রিয়ার সাথে। গ্রæপ-সি২’তে অভিজ্ঞ মিরসেয়া লুসেকুর অধীনে কসভোকে ৩-০ গোলে পরাজিত করেছে রোমানিয়া।
ছবি-০৬
বিশ্বকাপ বাছাই: রড্রিগোর একমাত্র গোলে জয়ে ফিরলো ব্রাজিল
এফএনএস স্পোর্টস: রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রড্রিগোর একমাত্র গোলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। গতকাল শনিবার সেলেসাওরা ইকুয়েডরকে ১-০ গোলে পরাজিত করেছে। ঘরের মাঠে ৩০ মিনিটে রড্রিগোর ডিফ্লেকটেড শট ব্রাজিলের গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের জন্য যথেষ্ঠ ছিল। শুক্রবার কুরিটিবার ম্যাচের আগে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইপর্বের টেবিলে ষষ্ঠ স্থানে ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়নরা এই জয়ে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। বাছাইপর্বে সাত ম্যাচে এটি ব্রাজিলের তৃতীয় জয়। এখনো তারা টেবিলের শীর্ষে থাকা চির প্রতিদ্ব›দ্বী আর্জেন্টিনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ২০২৬ বিশ^কাপ বর্ধিত কলেবরে ৪৮টি দল নিয়ে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে। টেবিলের সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ পাবে। স¤প্রতি আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। ২০২২ বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার পর থেকেই ব্রাজিলের সময়টা ভাল যাচ্ছেনা। এ বছর কোপা আমেরিকায় শেষ আট থেকে তাদের বিদায় ঘটেছে। ফর্মহীনতা ও আত্মবিশ^াসের অভাবেই এমনটা হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। তবে ইকুয়েডরের বিপক্ষে আবারো সেই চিরচেনা ব্রাজিলকে কিছুটা হলেও মাঠে দেখা গেছে। ম্যাচের প্রায় পুরোটা সময় ধরে আধিপত্য ধরে রাখলেও গোলের সুযোগ অবশ্য খুব একটা তৈরী করতে পারেনি। পুরো ম্যাচে মাত্র তিনটি শট ব্রাজিল টার্গেটে করতে পেরেছে। শেষ পর্যন্ত ৩০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। দারুনভাবে বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের তারকা রড্রিগো। বল জালে জড়ানোর আগে ইকুয়েডরের ডিফেন্ডার উইলিয়ান পাকোর সাথে ডিফ্লেক্ট হয়েছে।
https://www.kaabait.com