বিনোদন: শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমাটি। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, মুক্তির অনুমতি চেয়ে সিনেমাটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মিলেছে মুক্তির অনুমতি। নির্মাতা অনন্য মামুন জানান, তার এই সিনেমাটিকে ইউ গ্রেড দেওয়া হয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল। ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। তবে সিনেমার মুক্তির বিষয় নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা। তার কথায়, ‘আপাতত অন্য একটি কাজ নিয়ে ব্যস্ত আছি। খুব শিগগিরই “মেকআপ”র মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।’ সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়ার প্রসঙ্গে মামুন বলেন, ‘মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনও ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিল, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।’ এদিকে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়িকা নিপা আহমেদ রিয়েলি। কারণ, এটি তার প্রথম সিনেমা। নায়িকার কথায়, ‘ছবিটি আমার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছি। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তি অনুমতি পেয়েছে। এই ছবিতে আমার জার্নিটা একবারে অন্যরকম।’ ‘মেকআপ’ নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। এতে একজন সিনেমার তারকা হিসেবে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও আছেন জিয়াউল রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জীসহ অনেকে।
https://www.kaabait.com