• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬

নিগারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

স্পোর্টস: উইমেন’স এশিয়া কাপের সেমি-ফাইনাল থেকে দল ছিটকে গেলেও ব্যাট হাতে ভালোই করেছেন নিগার সুলতানা। যার প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে নিগার আছেন ১৪তম স্থানে। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে প্রথম ৪৫ জনের মধ্যে নেই বাংলাদেশের আর কেউ। গত সপ্তাহে উইমেন’স এশিয়া কাপে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। গ্রæপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১১৪ রানে জিতে শেষ চারে জায়গা করে নেয় তারা। গত বুধবারের ওই ম্যাচে ২ ছক্কা ও ৫ চারে ৩৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন নিগার। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন নিগার। সেমি-ফাইনালে ১৮ বলে ১৯ রান করা স্বর্ণা আক্তার দিয়েছেন বড় লাফ। ১০ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান এখন ৯৫। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিফটি করা স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে এখন চার নম্বরে। আর লঙ্কান মেয়েদের প্রথম এশিয়া কাপ জয়ের পথে দুর্দান্ত ইনিংস খেলে অধিনায়ক চামারি আতাপাত্তুর অগ্রগতি তিন ধাপ, আছেন ষষ্ঠ স্থানে। আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা একশতে থাকা বাংলাদেশের সবারই হয়েছে অবনতি। চার ধাপ নিচে নেমে এখন দশম স্থানে রাবেয়া খান। পাঁচ ধাপ পিছিয়ে নাহিদা আক্তারের অবস্থান ২৬তম। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় আগের মতোই চ‚ড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। আর এক নম্বর অলরাউন্ডার যথারীতি ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com