বিনোদন: ওয়ার্ল্ড ট্যুর কনসার্টে গিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা নিকি মিনাজ। কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে। মঞ্চে যখন নিকি মিনাজ তার গান ‘স্টার শিপস’ পরিবেশন করছিলেন, তখন তার দিকে কোনো একটি বস্তু ছুড়ে মারা হয় দর্শকসারি থেকে। আপাত দৃষ্টিতে সেটিকে একটি গোলাপি ব্রেসলেট বলে মনে করা হচ্ছে। তবে বস্তুটি আঘাত করার আগেই আগেই নিকি গানের মাঝেই হাত দিয়ে সেটি ধরে ফেলেন। এরপর সেটি দর্শকদের মাঝে ছুড়ে ফেলেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এত বাধা সত্তে¡ও নিকি তার পারফর্মেন্স চালিয়ে গেছেন। কনসার্টে ক্যারিয়ারের সব সুপারহিট গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন নিকি মিনাক। তার মাঝে ছিল, ‘আই অ্যাম দ্য বেস্ট’, ‘বার্বি ডেঞ্জারাস’-এর মত একাধিক হিট গান। এর আগেও কনসার্টে আক্রমণের শিকার হয়েছেন অনেক তারকা। ২০২৩ সালের বেবে রেক্সার কপালে ছুড়ে মারা হয় ফোন। ২০২২ সালে হ্যারি স্টাইলকে আঘাত করা হয় বোতল দিয়ে। এক কনসার্টে টেইলর সুইফটের সঙ্গেও ঘটেছিল একই ধরনের ঘটনা। সূত্র: এনডিটিভি
https://www.kaabait.com