• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:১৭

নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান ম্যাচের আগে

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

স্পোর্টস: বৈশ্বিক ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তার ওপর রাজনৈতিকভাবে বৈরী হওয়ায় আলাদা করে ঝুঁকিও থাকে স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচকে ঘিরে হুমকি থাকায় আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন, নিউ ইয়র্ক গভর্নর। গর্ভনর ক্যাথি হুচুল প্ল্যাট ফর্ম এক্সে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকাল থেকে আমার দল দর্শকদের নিরাপত্তা রক্ষায় ফেডারেল ও স্থানীয় আইনরক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে।’ তিনি সেখানে অবশ্য উল্লেখ করেছেন, এই মুহূর্তে কোনো ধরনের বিশ্বাসযোগ্য হুমকির খবর তাদের কাছে নেই। নিউ ইয়র্কের আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়ামে পাকিস্তান-ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুন। আর সেটি অবস্থিত ম্যানহাটন থেকে ২৫ মাইল পূর্বে। এই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে হাইপ্রোফাইল ম্যাচ ভারত-পাকিস্তানের। টুর্নামেন্টকে ঘিরে বিশ্বাসযোগ্য কোনো হুমকি এই মুহূর্তে না থাকলেও আইসিসি জানিয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। তার মধ্যে নিউ ইয়র্কের ভেন্যুটিও অন্যতম। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘এই ইভেন্টে সবার সুরক্ষা ও নিরাপত্তা আমাদের প্রথম প্রাধান্য। সেটি নিশ্চিত করতে আমাদের ব্যাপক ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে। এখন ঝুঁকি কমাতে যে উপযুক্ত পরিকল্পনা রয়েছে তা নিশ্চিত করতে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি আয়োজক দেশের সঙ্গেও আমরা নিবিড়ভাবে কাজ করছি।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com