• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:০৫

নার্গিস ফাখরি পরিচালক সন্দীপের কাজে মুগ্ধ

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বিনোদন: গত বছর রীতিমতো ধামাকা দিয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। তবে বক্স অফিসে দারুণ আয় করলেও ‘অ্যানিমেল’-এর জন্য বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পুরুষত্বের উগ্রতায় ভরা এবং নারীবিদ্বেষী সিনেমাটিকে সমালোচকদের কাঠগরায় দাঁড় করানো হয়। তবে কারো কারো কাছে সন্দীপের কাজ ছিল এককথায় ইউনিক। সেই দলে রয়েছেন রণবীর কাপুরেরই সাবেক নায়িকা নার্গিস ফাখরি। নার্গিস জানিয়েছেন, তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাজে মুগ্ধ। এমনকি ভবিষ্যতে তার সিনেমায় কাজও করতে চান তিনি। স¤প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস জানান, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ পছন্দ হয়েছে তার। সিনেমাটিতে রণবীর অভিনীত চরিত্রটি খুব সুন্দরভাবে তৈরি করা বলেও মনে করেন অভিনেত্রী। চরিত্রটি যেভাবে ‘উগ্র পৌরুষ’-এর প্রতিনিধিত্ব করে, তাও পছন্দ নার্গিসের। অভিনেত্রী বলেন, ‘কী অসাধারণভাবে চরিত্রগুলো তৈরি করেছেন তিনি (সন্দীপ)। এমনকি নারীদের চরিত্রগুলোও দারুণ। মুখ্য চরিত্রে না হলেও, নারীদের চরিত্রগুলো বেশ শক্তিশালী ছিল।’ সন্দীপ ছাড়াও বেশ কয়েকজন পরিচালকের সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন নার্গিস। তিনি বলেন, “আমি কবীর খানের ‘এক থা টাইগার’-এর মতো সিনেমায় কাজ করতে চাই। সিনেমাটিতে যেভাবে গল্প বলা হয়েছে এবং প্রতিটি দৃশ্য তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।” নার্গিসের ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্র ‘রকস্টার’। রণবীর কাপুরের বিপরীতে সিনেমাটিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপর ‘ঢিশুম’, ‘ম্যায় তেরা হিরো’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘হাউসফুল’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে রয়েছেন লাইমলাইটের বাইরে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com