• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:১৪
সর্বশেষ :
বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে  মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মোরেলগঞ্জ বিএনপির দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত বাগেরহাটে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, আটক হয়নি কোন ঘাতক রামপালে আ ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান চাঁদাবাজি মামলায় গ্রেফতার মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান জানালেন নৌপরিবহন উপদেষ্টা মোরেলগঞ্জে বিএনপির দলীয় কোন্দলে সভাস্থলে ১৪৪ ধারা জারি ‘মোংলা হবে বিশ্বমানের নিরাপদ আধুনিক ও স্মার্ট সমুদ্রবন্দর, নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান’ ……… ড. এম সাখাওয়াত হোসেন পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে রিয়ালের জালে তিন গোল দিলো মিলান

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজনে জিম্বাবুয়ের আগ্রহ

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

স্পোর্টস: নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়ে। অক্টোবরে বাংলাদেশ অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিতে চাচ্ছে আইসিসি। এমন অবস্থায় বিকল্প ভেন্যু হিসাবে বিশ্বকাপ আয়োজন করতে চাচ্ছে জিম্বাবুয়ে। আইসিসি এখনো চোখ রাখছে বাংলাদেশের পরিস্থিতির উপর। তবে যতই দিন যাচ্ছে দেশে বিশ্বকাপ আয়োজনের সম্ভবনা ততই ক্ষীণ হয়ে আসছে। বাংলাদেশের বিকল্প হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের কথা ভেবেছিল। তবে ভারতে বিশ্বকাপ আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। শ্রীলঙ্কার আবহাওয়া ও অনূক‚লে নয়। সবকিছু মিলিয়ে নারী বিশ্বকাপ নিয়ে চাপে রয়েছে আইসিসি। এমন সময়ে বিশ্বকাপটি আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে জিম্বাবুয়ে। তারা জানিয়েছে, আইসিসির হাতে দুইটা ভালো পথ খোলা আছে। সেগুলো হলো, জিম্বাবুয়ে ও আরব আমিরাত। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছে জিম্বাবুয়ে। তারা মনে করে বিশ্বকাপ আয়েজনে সব দিক দিয়ে প্রস্তুত জিম্বাবুয়ে। তাছাড়া বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার অভিজ্ঞতা আছে দেশটির। ২০১৮ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলো আয়োজন করেছিল জিম্বাবুয়ে। এ ছাড়া ২০০৩ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল দেশটি। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে। এরপর ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে সহ-আয়োজক হিসেবে থাকবে দেশটি। জিম্বাবুয়েতে উপস্থিতি বেশি হতে পারে। তাছাড়া খরচের দিক থেকে অন্য বিকল্প ভেন্যু আরব আমিরাতের চেয়ে কম হবে জিম্বাবুয়েতে। কারণ, আরব আমিরাতের চেয়ে কম খরচেই জিম্বাবুয়েতে বিশ্বকাপটি শেষ করতে পারবে আইসিসি। আগামী মঙ্গলবার আইসিসির সঙ্গে নারী বিশ্বকাপ সংক্রান্ত সভা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে বিশ্বকাপ হবে কি না, সেই সভায় চ‚ড়ান্ত করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com