• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০০

নাভিদ ফের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ জুন, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন নাভিদ নাওয়াজ। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দুই বছরের চুক্তিতে এবার বাংলাদেশে আসছেন নাভিদ। তার চুক্তি শেষ হবে ২০২৬ সালে। অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের আওতাধীন জুনিয়র বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের ভুমিকায়ও কাজ করবেন এই লঙ্কান কোচ। এর আগে ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রæয়ারি পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন নাভিদ। তার অধীনে ২০১৯ যুব এশিয়া কাপে রানার্স আপ হয় বাংলাদেশ। পরের বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে যুবা টাইগাররা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com