জেলা প্রতিনিধি,বাগেরহাট: আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল মোরেলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়ন পরিষদ। আজ রবিবার (১৮ আগষ্ট) সকাল থেকে আবারও নাগরিক সেবায় ফিরেছেন ইউনিয়ন পরিষদটি।
অতিদ্রুত এই সেবা স্বাভাবিক করে নাগরিক ভোগান্তি নিরসনের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা ভুক্তোভোগিরা। আজ ১৩ দিন পর ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা পেয়ে খুশি নাগরিক সনদ নিতে আসা আনোয়ার হোসেন।
নাগরিক সনদ নিতে আসা আনোয়ার হোসেন জানান, আমি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরি নিব তাই নাগরিক সনদ নিতে এসেছি।
ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বিটুল বিশ্বাস জানান, আজ থেকে আমরা নাগরিকদের সকল ধরনের সেবা দিতে প্রস্তুত। জন্ম সনদ সহ সকল সেবা একন থেকে খুব সহজে পাওয়া যাবে। সাময়িক এ সমস্যার দুঃখও প্রকাশ করেন এ জনপ্রতিনিধি।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবুর রহমান জানান, সংকটকালনি সময়ও আমি অফিস করেছি। সাদ্যমত নাগরিক সেবা দিয়েছি। আজ পরিষদ বর্গ সকলে অফসে ফিরেছেন। তাই ইউনিয়ন পরিষদটি যেন আজ প্রান ফিরে পেয়েছে।
খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান জানান, আজ থেকে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারেশকায়েম সনদসহ সকল প্রকার সেবা পাবেন নাগরিকরা। আজ পরিষদের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিল। আমরা একটা সভাও করেছি। আশা রাখি ভবিষ্যতে সেবা প্রত্যাশিরা আর সেবা বঞ্চিত হবেনা।
স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগের চাহিদা অনুযায়ী আমরা জনপ্রতিনিধিদের স্ব স্ব স্থানে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছি। এর পরেও যে সকল জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন না তাদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নাগরিক সেবার বিষয়টি দ্রুতই সমাধান হবে বলেও আশা করেন এ কর্মকর্তা।
https://www.kaabait.com