বিদেশ : ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে আজ ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার আহমেদাবাদের নিশান হাইয়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে ভোট দেন ভারতীয় জনতা পার্টির এই নেতা। এ সময় মোদির সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ সকাল সাড়ে ৭টায় নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রে পৌঁছেন। তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে স্বাগত জানান। ভোটকেন্দ্রে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি নিয়ে আসা এক সমর্থককে অটোগ্রাফ দেন মোদি। নিজের ভোটাধিকার প্রয়োগের পর নরেন্দ্র মোদি সবাইকে ভোট দেওয়ার আহŸান জানান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘ভোট গণতন্ত্রে তাৎপর্যপূর্ণ ভ‚মিকা রাখে।’ নরেন্দ্র মোদি বলেন, “আমাদের দেশে ‘দানের’ অনেক গুরুত্ব রয়েছে এবং এই চেতনায় দেশবাসীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত। চার দফা ভোট এখনও বাকি আছে।”নির্বাচনের খবর সংগ্রহের দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মোদি বলেন, ‘আপনারা নিজেদের শরীরের যতœ নেবেন এবং বেশি করে পানি পান করবেন।’ এদিকে গান্ধীনগর থেকে নির্বাচন করা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরে তার পরিবারের সঙ্গে ভোট দিয়েছেন। লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে আজ ১০টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে।
https://www.kaabait.com