• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:২৪

নবম পে-স্কেল বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ৭ দাবি

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সাত দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান এবং মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী লিখিত বক্তব্য পড়ে শোনান। তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। দাবির মধ্যে রয়েছে- বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীত করা। আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে ওই পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ করতে হবে। বাজারমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে সব ভাতাদি পুনঃনির্ধারণ, ১১-২০ গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে। সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি বাস্তবায়নে আগামী ৩০ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণাও দেন তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com