
জিয়া সাঈদ
নদী পাড়ি দিলেই বাড়ি
সারি সারি সবুজ আনন্দ
স্মৃতি ঝিলমিল মাঠ ঘাট,
পাড়াপড়শির ডাক –
কত মায়া মুক্তি মাধুর্যের আহ্বান…
তবু ঘের ঘোর দায়দাবি –
কাউকেই বোঝাতে পারি না
আমারও দু- দন্ড শিশুর জীবন ,
শৈশবের আলোড়ন দরকার ;
চব্বিশ বছরেও শরনার্থী শিবির –
এই শহর, এই সরু সরু আকাশ,
খোলস মুখোশ দেখে দেখে ক্লান্ত আমি –
আমার আত্মার একটু শুশ্রূষা দরকার….