• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮

নদীকে পেছনে ফেলে উঠে এলাম মহাসড়কে

প্রতিনিধি: / ২৬৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ফয়জুল হাকিম
বাড়ি ফিরতে গিয়ে নদীকে পেছনে ফেলে
উঠে এলাম মহাসড়কে,
তোমরা একে বলো মহাসড়ক
লম্বালম্বি,কখনো বা শুয়ে আছে গা এলিয়ে
দুরন্ত বেগে চলছে বাস রাজধানী ছেড়ে
উত্তর থেকে দক্ষিণে,
দিগন্ত ছুঁয়ে সূর্যাস্তের আভা এখনো ঝুলে আছে
আলো-আঁধারিতে…
বাড়ি ফিরতে গিয়ে নদীকে পেছনে ফেলে সড়কে উঠে এসেছি অনেক দিন,
তবু তোমাদের মহাসড়কে যেতে যেতে মাঝেমাঝে এসে উঁকি দেয় নদী
দ্যাখা না হওয়ার বেদনায় ফেরে সবগুলো মেঘ
আমাদের সেইসব দিন,
বন্দর ছেড়ে যাওয়া জাহাজ,গাজী ইস্টিমার
আদিগন্ত শুনো হাহাকার বিষন্ন হু হু হুইশেল!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com